দেশজুড়ে

বানিয়াচংয়ে সালিশ বৈঠকে হামলায় বৃদ্ধার মৃত্যু

প্রিন্ট করুন


বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি। বানিয়াচং উপজেলার মক্রমপুর ইউনিয়নের বড়কান্দি গ্রামে এক সালিশ বৈঠকে নেওয়াজ আলী(৫২) প্রতিপক্ষের হামলায় মৃত্যু হয়েছে। তবে এই মৃত্যু নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। কেউ বলছে স্ট্রোক করে মারা গেছেন, আবার কেউ বলছেন হাতাহাতি করার সময় আঘাতজনিত কারণে মারা গেছেন। বিষয়টি নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। নেওয়াজ আলী ওই গ্রামের মৃত মন্নর আলীর পুত্র।

গতকাল শনিবার রাতে বড়কান্দি বাজারে বিভিন্ন বিষয় নিয়ে ইউসুফ আলী ও জহুর আলীর মধ্যে বিরোধ নিয়ে সালিশ বৈঠক শুরুতেই উভয়পক্ষের মাঝে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় নেওয়াজ আলী অচেতন হয়ে পড়লে স্বজনরা
তাকে উদ্ধার করে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কেউ কেউ বলছেন নেওয়াজ আলী হাতাহাতির কারণে আঘাতে মারা গেছেন, আবার কেউ বলছেন স্ট্রোক করে মারা গেছে। এ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যায়।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় চন্দ্র দেব দৈনিক আলোকিত বাংলাদেশকে জানান, সালিশে উত্তেজনা দেখা দিলে উভয়পক্ষে হাতাহাতি হয়। এরপর নেওয়াজ আলীকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরন করে। তবে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর কারণ জানা যাবে।


Related Articles

Back to top button
Close