দেশজুড়ে

বানিয়াচংয়ে স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লালঃ

বানিয়াচংয়ে জেরিন আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বানিয়াচং থানা পুলিশ।

ঙ্গলবার (৩০আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্টাফ কোয়ার্টার এর একটি পরিত্যাক্ত ভবন থেকে তার লাশ উদ্ধার করা হয়।

সে বানিয়াচং নাগেরখানা মহল্লার সোহেল মিয়ার কন্যা। জেরিন বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।

সুত্র জানায়, ঘর থেকে কাউকে কোন কিছু না জানিয়ে বের হয়ে যায় জেরিন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে অবশেষে স্টাফ কোয়ার্টারের একটি পরিত্যাক্ত ভবনে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাদের চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে আসে।

একপর্যায়ে বানিয়াচং থানায় খবর দেয়া হয়। খবর পেয়ে থানার পুলিশ এসে সেই ঝুলন্ত লাশ উদ্ধার করেন। তবে কি কারণে জেরিন আত্মহত্যা করেছে কেউ কোন কিছু বলতে পারেনি।

বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ময়না তদন্ত ছাড়া বিস্তারিত কোন কিছু বলা যাচ্ছেনা।


Related Articles

Back to top button
Close