দেশজুড়ে

মাধবপুরে ভারতীয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ, অনলাইন সংস্করণ। হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা সহ এক মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা যায়, গত সোমবার ( ৮ আগষ্ট) বিকেলে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর নির্দেশে কাশিম নগর পুলিশ ফাঁড়ি এসআই ইসমাইল হোসেন ভুইঁয়া গোপন সংবাদের ভিত্তিতে সংঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বহরা ইউনিয়নের দলগাঁও ব্রীজের উত্তর পাশে চেঙ্গার বাজার হতে ঘুনাপাড়া গ্রামী রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি ভারতীয় গাঁজা সহ এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী বিজয়নগর উপজেলার সিঙ্গার বল এলাকার মোঃ রাজ্জাক মিয়ার ছেলে শফিক মিয়া (৩০) কে গ্রেফতার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, মাদকের বিরুদ্ধে আমরা বরাবরই জিরো টলারেন্স নীতি। গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আজ ৯ আগষ্ট মঙ্গলবারে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


Related Articles

Back to top button
Close