দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় এক কাঁঠালের দাম ২৬ হাজার টাকা

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ অনলাইন সংস্করণ।
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাঝারি আকারের একটি কাঁঠাল ২৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। কাঁঠালটি ২৬ হাজার টাকায় ক্রয় করেছেন উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের প্রবাস ফেরত তরুণ কাঞ্চন মিয়া (৩৫)।

জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর পরমানন্দপুর পূর্বপাড়া জামে মসজিদের গাছের একটি কাঁঠাল নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে কেনার জন্য দাম হাঁকা হয়। ১ হাজার টাকা থেকে দাম হাঁকানো শুরু হয়। প্রায় আধাঘণ্টা পর্যন্ত মুসল্লিদের মধ্যে দাম হাঁকাহাঁকি হয়। শেষে ২৬ হাজার টাকা দাম হেঁকে কাঁঠালটি পান প্রবাস ফেরত কাঞ্চন মিয়া।

এ ব্যাপারে কাঞ্চন মিয়া বলেন, আল্লাহর ঘরের গাছের কাঁঠাল, তাই মনের তৃপ্তির জন্য কিনেছি। আশা করি খেয়ে প্রশান্তি পাব।

এ ব্যাপারে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালাম খান বলেন, আমাদের মসজিদের কাঁঠালটি ২৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। আমরা খুশি হয়েছি। এই ২৬ হাজার টাকা মসজিদের উন্নয়ন কাজে লাগানো হবে।


Related Articles

Back to top button
Close