দেশজুড়ে

ভালোবেসে কুমিল্লায় এলেন মালদ্বীপের হাব্বা

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ ডেস্কঃ এবার বধূবেশে কুমিল্লায় এলেন হাব্বা নামে মালদ্বীপের এক তরুণী। জেলার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের গণ্ডামারা গ্রামের আবদুর রশিদের ছেলে মোহাম্মদ রাসেলের প্রেমে পড়ে বিয়ের পিঁড়িতে বসে এ দেশে এলেন ওই তরুণী। ভিনদেশী এ বধূকে দেখতে ভিড় করছে এলাকার লোকজন।

বুধবার (২৭ জুলাই) হাব্বার বর রাসেল সাংবাদিকদের জানান, ২০১৪ সালে সে মালদ্বীপ যায়। ২০১৯ সালে মালে সিটিতে হাব্বার সঙ্গে তার পরিচয় হয়। সে থেকেই দুজনের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারপর প্রেম থেকে বিয়ে।

২০২১ সালের অক্টোবর মাসে মালদ্বীপের মালে সিটিতে তাদের বিয়ে হয়। গত ২৪ জুলাই মালদ্বীপের নববধূ হাব্বা আহমেদকে নিয়ে বরুড়ায় আসেন রাসেল। দেশে এসে রাসেলের পরিবারের সঙ্গেই আছেন হাব্বা। মালদ্বীপের মালে সিটির আহমেদ দিদির মেয়ে হাব্বা।

রাসেল আরও জানান, মালদ্বীপের মালে সিটিতে হাব্বার পরিবার ও রাসেলের আত্মীয় স্বজনদের উপস্থিতিতে মুসলিম রীতিতে তাদের বিয়ে হয়।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, রাসেল মালদ্বীপের ওই তরুণীকে ভালোবেসে বিয়ে করেছেন। এখন দেশে নিজ বাড়িতেই আছেন তারা।


Related Articles

Back to top button
Close