শুক্রবার , ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বানিয়াচংয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

প্রকাশিত হয়েছে -

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে। বানিয়াচং উপজেলার পল্লীতে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জলিল মিয়া (৫৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
গতকাল রবিবার সকাল ৭টায় উপজেলার কাগাপাশা ইউনিয়নের বাগাহাতা গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত জলিল মিয়া ওই গ্রামের তাহের আলীর পুত্র ।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃদ্ধা জলিল মিয়া বসত বাড়ির ঘরের চালা উপর দিয়ে বিদ্যুৎতের তার দিয়ে নিজ গৃহে কারেন্ট ব্যবহার করছিলেন। কিন্তু সেই ব্যবহিত তার দিয়ে রুপন কৃত সিম গাছের আগাছা আক্রমণ করছিলো। সকালে আগাছা পরিস্কার করতে গিয়ে ব্যবহিত বিদ্যুৎতের তারের কারেন্ট ঘরের চালায় চলে আসলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সেখানে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে আইনি জটিলতা শেষ করে রবিবার সন্ধায়ই পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় ।

এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।