দেশজুড়ে

বর্তমান সরকার জনবান্ধব সরকার-বিভাগীয় কমিশনার ড.মোহাম্মদ মোশাররফ হোসেন

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং।

-বর্তমান সরকার জনবান্ধব সরকার। ইতিমধ্যে দেশ ও মানুষের কল্যানে ব্যাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, ভূমিহীন,গৃহহীন, ছিন্নমূল মানুষকে আশ্রয়ন প্রকল্পের আওতায় ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্য,যোগাযোগ ব্যবস্থা,
কৃষিসহ বিভিন্ন খাতে নানান কর্মসূচির মাধ্যমে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে রবিদাস সম্প্রদায়ের শিক্ষার্থীদের বাইসাইকেল ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন,সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন।

রবিবার (২৪ এপ্রিল) বেলা ১২.টায় বানিয়াচং উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়নাধীন “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা” শীর্ষক কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে ২য় কিস্তিতে প্রাপ্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ১০ জন রবিদাস সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও উপজেলা সমাজসেবা অফিসের অধীনে ১০ জন হতদরিদ্র প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ’র সঞ্চালনায় উক্ত বিতরন অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার (বানিয়াচং ভূমি) ইফফাত আরা জামান উর্মী,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম প্রধান,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার,বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়াসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ,শিক্ষক,
চাকুরীজীবিরা উপস্থিত ছিলেন। বিতরণ শেষে আগামী ২৬ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক মুজিব শতবর্ষ উপলক্ষে দেশের ভূমিহীন ও গৃহহীন (ক) শ্রেণীর পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উদ্ধোধন উপলক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।


Related Articles

Back to top button
Close