বানিয়াচংয়ের প্রয়াত শিক্ষক মোছাব্বিরের ৪র্থ মৃত্যুবার্ষিকী

হবিগঞ্জের সংবাদ অনলাইন ডেস্ক
হবিগঞ্জ জেলার সাবেক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক প্রয়াত আব্দুল মোছাব্বির (বিএসসি বিএড এমএড) এর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ ২০এপ্রিল বুধবার । গুণী এই শিক্ষক একাধারে বানিয়াচংয়ের ডাঃ ইলিয়াস একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক ও সুফিয়া মতিন মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য হিসেব দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।
প্রয়াত শিক্ষক আব্দুল মোছাব্বির গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আজীবন সেক্রেটারি, জনাব আলী সরকারি কলেজ ও এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য প্রথমরেখ মহল্লার মরহুম মোঃ পারু মিয়ার সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক মরহুম ড. মোঃ আব্দুল কুদ্দুসের ছোট ভাই।
এই মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিকভাবে তার নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বানিয়াচং উপজেলার শিক্ষা বিস্তারের অগ্রদূত ছিলেন প্রয়াত শিক্ষক আব্দুল মোছাব্বির।