দেশজুড়ে

বানিয়াচং থানা পুলিশের অভিযানে ডাকাত জুয়েলসহ আটক ২

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ অনলাইন ডেস্ক।

বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত জুয়েল সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

১৮ এপ্রিল দিবাগত রাতে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন’র দিক-নির্দেশনায় এসআই দুলাল মিয়া, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে ১নং ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে ডাকাতি মামলার পলাতক আসামী চিহ্নিত ডাকাত জুয়েল (৩০) মিয়াকে গ্রেফতার করা হয়।(৩০) এছাড়াও ধর্তব্য অপরাধ নিবারণকল্পে ৩নং ইউনিয়নের বানেশ্বর পাড়া গ্রামের ফজলু খাঁ’র ছেলে
মোশাহিদ খা (১৯) কে গ্রেফতার করা হয়েছে।

এবিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ এমরান হোসেন জানান, জুয়েল মিয়ার বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতি মামলা রুজু আছে। বিচারার্থে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close