নবীগঞ্জে শত বছরের পুরনো রাস্তায় খাল খনন করায় গ্রামবাসীর দুর্ভোগ চরমে

নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামে একটি প্রভাবশালী পরিবার কর্তৃক গ্রামবাসী চলাচলের শত বছরের পুরনো রাস্তায় খাল খনন করে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সাধারণ জনগণের চলাচলে বিঘ্নতার সৃষ্টি করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে ৷ এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবরে হয়রানির শিকার অবরুদ্ধ পরিবারের লোকজন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী৷
জানাযায়, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আলমপুর গ্রামের প্রভাবশালী সুফি মিয়া (৫৬) গ্রামবাসীর চলাচলের একমাত্র রাস্তার উপর হঠাৎ বিগত ১৫ দিন পূর্বে খাল খনন করে রাস্তায় জনসাধারণ চলাচল বন্ধ করে দেন৷ এতে করে ওই এলাকার কোমলমতি স্কুল, কলেজ,মাদরাসার পড়ুয়া ছাত্র ছাত্রী সহ সাধারণ লোকজন মারাত্মক বিপাকে পড়েছেন। এ ঘটনায় গ্রামের অবরুদ্ধ পরিবারের লোকজন জানান,
কেহ মারা গেলে লাশ নিয়ে কবরস্থানে যাতায়াতেরও এটাই একমাত্র রাস্তা৷ গবাদি পশুও এই রাস্তা দিয়েই মাঠে চড়ানো হয়৷
এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ বিষয়টি সামাজিকভাবে মিমাংসা করার প্রাণপণ চেষ্টা করলেও সুপি মিয়া গংরা তা অনীহা প্রকাশ করেন৷ এতে করে সৃস্ট বিরোধ ক্রমান্বয়ে উত্তেজনার সৃস্টি হচ্ছে৷
অভিযোগ দায়েরকারী আলমপুর গ্রামের আতাউর রহমান, ছাদিক মিয়া, অনুকুল শীল, শিক্ষক বিপ্লব বনিক সহ আরো অনেকেই বলেন আমরা গ্রামবাসী এই রাস্তা দিয়ে যুগ যুগ ধরে চলাচল করে আসছি,এমনকি আমাদের পূর্ব পুরুষদের চলাচলের এটাই ছিল একমাত্র রাস্তা৷ সুপি মিয়া প্রভাব বিস্তার করে হঠাৎ গ্রামবাসী চলাচলের একমাত্র রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আমাদের শান্ত গ্রামকে অশান্ত করে তুলছেন৷
এ ব্যাপারে সুফি মিয়ার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খুবই দুঃখজনক ও নিন্দনীয় কাজ, আমাদের জানামতে এটি শত বছরের পুরনো রাস্তা, অনেক চেষ্টা করেও তাকে সামাজিক বিচারের আওতায় তিনি আনতে পারেননি৷
এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে৷