চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি,
চুনারুঘাট সদর ইউনিয়নের খোয়াই নদীর কাজিরখিল ঘরগাও ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। তারা দিনরাত অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে কোটি কোটি টাকার বালু উত্তোলন করছে। ফলে সরকার হারাচ্ছে বিপুল
পরিমাণ রাজস্ব।
উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান আর একাধিকবার জরিমানা করলেও থামছে না বালু উত্তোলন। প্রতিদিন ওই স্থান থেকে তোলা হাজার হাজার ঘনফুট এসব বালু। ট্রাক্টর-ট্রাকযোগে চলে যায় ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। দিন-রাত শত শত ট্রাকট্রর ও ট্রাকে পাচার করে একেকজন বালু ব্যবসায়ী অল্প দিনে গাড়ি-বাড়ির মালিক হয়ে যাচ্ছেন। প্রশাসন ওই প্রভাবশালীদের বিরুদ্ধে অর্থদন্ড করলেও কঠোর কোনো ধরনের পদক্ষেপ নিতে না পারায় বালু খেকোরা ফের বেপরোয়া হয়ে উঠেছে।
গতকাল মঙ্গলবার দুপুরে চুনারুঘাট উপজেলার ৬নং চুনারুঘাট সদর ইউনিয়নের কাজিরখিল ঘরগাঁও সংলগ্ন খোয়াই নদীর ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় বানিয়াচং উপজেলার ছতরঙ্গ রায়েরপাড়া এলাকার মৃত মোতাব্বির হোসেনের পুত্র মোঃ রাফিজুল মিয়াকে ১ লাখ টাকা অর্থদÐ আরোপ করে। তবে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে মুল হোতারা পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলটন চন্দ্র পাল। ভ্রম্যমান আদালতকে সহযোগিতা করেন চুনারুঘাট থানার এএসআই ইমরুলের নেতৃত্বে একদল পুলিশ ।