দেশজুড়ে

বানিয়াচংয়ে হাওরে ধান কাটা উৎসব শুরু

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং । বানিয়াচংয়ের হাওরে বোরো ধান কাটা উৎসব ও শস্য কর্তন উদ্বোধন করা হয়েছে।
গতকাল ১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে বানিয়াচং উপজেলার সুনারু হাওড়ে ধান কাটা উৎসব ও শস্য কর্তন উদ্বোধন অনুষ্টানে উপস্থিত থেকে উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশারাত জাহান।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, জেলা প্রশিক্ষন অফিসার আশেক পারভেজ,

বানিয়াচং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ এনামুল হক, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, জয় কুমার দাশ প্রমুখ।

সুনারু গ্রামের যগেশ দাসের জমির ধান কাটার মধ্যদিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হলো। এর পূর্বে স্থানীয় কৃষকদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।


Related Articles

Back to top button
Close