দেশজুড়ে

বাহুবলের পিতা-পুত্রকে কুপিয়ে প্রভাবশালীর কান্ড

প্রিন্ট করুন

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের যাদব পুর গ্রামে একদল প্রভাবশালীদের কান্ড! গভীর নলকূপের পানি নিষ্কাশনে বাঁধা দেওয়ার প্রতিবাদ করায় পিতা- পুত্রকে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা করে রক্তাক্ত জখমী করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের প্রভাবশালী লোকজন৷ আশংকাজনক অবস্থায় যাদব পুর গ্রামের বিশিষ্ট মুরব্বি
আব্দুল আহাদ (৫০)ও তার ছেলে রাহী (২০) কে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে৷ ঘটনাটি ঘটেছে ৬ এপ্রিল বিকাল অনুমান ৪টার দিকে ৷
আহতের পারিবারিক সূত্রে জানাযায়, বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের যাদব পুর গ্রামের প্রভাবশালী কদর আলি,ফয়সাল,কালাম গংদের সাথে নলকুপের পানিনিষ্কাশনের রাস্তায় প্রতিবন্ধকতা বিরোধের জের ধরে বিশিষ্ট মুরব্বি আঃ আহাদের সাথে উল্লেখিত সময় বাকবিতন্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আব্দুল আহাদ ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়, এতে তাদের বেপরোয়া হামলার শিকার হয়ে ধারালো অস্ত্রের আঘাতে পিতাপুত্র মারাত্মক রক্তাক্ত জখমী হন, তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন৷ এঘটনায় গ্রামে উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে৷


Related Articles

Back to top button
Close