প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ৩ এপ্রিল বানিয়াচংয়ে চাউল ব্যবসায়ীর অপকর্মে অতিষ্ট নারীরা এবং ৪ এপ্রিল সংবাদ প্রকাশের পর নারীলোভী সফরের দৌড়ঝাঁপ”পৃথক দুই শিরোনামে সিলেট পোস্টসহ বিভিন্ন গণমাধ্যমে আমাকে জড়িয়ে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে।
সংবাদে উল্লেখ করা হয়েছে চাউল কেনার সুবাদে অনেক অসহায় নারী সফর আলীর দোকানে আসে,এই সুযোগে চাউল দেখানোর নাম করে দোকানের পিছনে নিয়ে মহিলাদের গায়ে হাত দেয়াসহ মহিলাদের সাথে অসভ্য আচরণ করতো সফর। মহিলাদের সাথে খারাপ আচরণের কারনে কয়েকবার জরিমানাও গুনতে হয়েছে তাকে। এমনকি এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বাজার সদাই করতে আসা নারীদের প্রায়ই উত্যক্ত করতো সফর।দোকানের সামনে দিয়ে কোন নারী হেটে গেলে ইভটিজিংয়ের শিকার হতো। স্ত্রী সন্তান থাকতে পরনারীকে লালসার শিকার বানায় সে।কোথাকার এক অচেনা নারীকে চাউল দেখানোর নাম করে ওই নারীর গায়ে হাত দেয়ার কথাও লিখা হয়। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও হাস্যকর বটে।
প্রকৃত ঘটনা হলো -আমি সফর আলী স্থানীয় বড় বাজারের মায়ের দোয়া ট্রেডার্সের স্বত্বাধিকারী। আমি দীর্ঘ ১২ বছর যাবত সুনামের সহিত চাউলের ব্যবসা করে আসছি। আমার পূর্বপুরুষরাও একই ব্যবসা করেছেন। আমি একজন দীনদার মানুষ।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। ইদানীং একটি কুচক্রী মহল আমার ব্যবসার সাফল্য দেখে ঈর্ষান্বিত হয়ে ব্যবসার সুনাম নষ্ট ও মানহানী করতে সাংবাদিক ভাইদের ভূল তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।
আমি এই মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারীঃ-মোঃ সফর আলী।
পিতাঃ-মোঃ দৌছ মোহাম্মদ মিয়া।
ঠিকানাঃ-আদমখানী,২নং ইউপি।
বানিয়াচং,হবিগঞ্জ।