দেশজুড়ে

নবীনগরে ৫ অসাধু ব্যবসায়ীকে জরিমানা

প্রিন্ট করুন

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি,
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫ জন অসাধু ব্যবসায়ীকে ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। বুধবার উপজেলার জিনদপুর ইউনিয়নের বাঙ্গরা বাজারে পৃথক পৃথক ৫টি মামলায় ৫ জন অসাধু ব্যবসায়ীকে এই ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে মোট ৪১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন। এসময় আরো উপস্থিত ছিলেন জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাঙ্গরা বাজার পরিচালনা কমিটির সভাপতি রবিউল আউয়াল রবি, বিশিষ্ট ব্যবসায়ী হারুনূর রশিদ, সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দিন। এসময় প্রত্যেক ব্যবসায়ীকে মূল্যতালিকা প্রকাশ সহ সরকারের সকল নির্দেশনা মেনে চলার নির্দেশ প্রদান করা হয়। বাজারের দুইটি মুদি দোকান থেকে মেয়াদ না থাকা কিছু পন্য জব্দ করা হয় এবং মিস্টির দোকানের অতিরিক্ত ওজনকৃত প্যাকেট ধ্বংস করা হয়। এছাড়াও অভিযানকালে কয়েকজন ব্যবসায়ী তাদের দোকান বন্ধ করে পালিয়ে যাওয়ায় তাদের দোকান জব্দ করে স্থানীয় চেয়ারম্যানর জিম্মায় দিয়ে যাওয়া হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মোশারফ হোসাইন জানান, নিয়মিত আইনশৃঙ্খলার রক্ষার অংশ হিসেবে বাঙ্গরা বাজারে আমরা অভিযান পরিচালনা করি। এখানে রমজান উপলক্ষ্যে কিছু দোকানদার পন্যের অতিরিক্ত মূল্য নেওয়া এবং মূল্যতালিকা প্রকাশ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৫জন অসাধু ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। বাজার নিয়ন্ত্রণে এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলে জানান তিনি।


Related Articles

Back to top button
Close