নবীগঞ্জ দিনদুপুরে মেম্বারের উপর সন্ত্রাসী হামলায়

নবীগঞ্জ প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নুরুল আমীন (৫৫) নামের এক জনপ্রতিনিধিকে নবীগঞ্জ শহরে দিনদুপুরে ফিল্মি স্টাইলে হামলা করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন৷
তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ আহত সূত্রে জানাযায়, ওই উপজেলার সদর ইউনিয়নের বেতাপুর গ্রামের ও ২নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার নুরুল আমীনের সাথে একই এলাকার খালেদ,কিবরিয়া গংদের সাথে পূর্ব বিরোধ চলে আসছিলো৷ এরই জেরধরে গতকাল ৪ এপ্রিল বিকেল অনুমান ৪টার দিকে পূর্ব পরিকল্পিত অনুযায়ী শহরের শেরপুর রোডে ফুলকলির সামনে নুরুল আমীনকে একা পেয়ে অস্ত্র শস্ত্র নিয়ে বেপরোয়া হামলা করে খালেদ, কিবরিয়া সহ তাদের লোকজন৷ তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাদের কবল থেকে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন৷ এঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে৷