দেশজুড়ে

হবিগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল,
হবিগঞ্জে সদর উপজেলার আদর্শ রিচি ইউনিয়নের বগলা খাল গ্রামে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে ভাতিজা নুর আলীর বাঁশে আঘাতে চাচা তোরাব আলী (৬৫) নিহত হয়েছেন।

আজ বুধবার (৩০ মার্চ) সকালে এ ঘটনা ঘটে। নিহত তোরাব আলী মৃত জমির আলীর পুত্র।

স্থানীয়রা জানায়, বুধবার সকালে নিহত তোরাব আলীর রান্না ঘর থেকে রান্না করার ছাঁই বাতাসে উড়িয়ে ভাতিজা নুর আলীর ঘরে প্রবেশ করা কে কেন্দ্র করে। বাকবিতন্ডায় একপর্যায়ে নুর আলী ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা বাঁশ লাটি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে।

এই ব্যাপারে হবিগঞ্জ সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মোল্লা আবেদুর রেজা বলেন হাসপাতালে আসার পূর্বেই রাস্তায় মৃত্যু হয়েছে তোরব আলীর।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close