দেশজুড়ে

বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির তিনদিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। ২১ মার্চ সোমবার উপজেলা কৃষি অফিসের হলরুমে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির চেয়ারপার্সন ও বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খানের সভাপতিত্বে এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে প্রশিক্ষণ প্রদান করেন বানিয়াচং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, ওয়েভ ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কর্মকর্তা শাহজাহান মিয়া ও ওয়েভ ফাউন্ডেশনের সহকারী বিভাগীয় কর্মকর্তা সাইফুর রহমান।
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক এ প্রশিক্ষণ উপজেলা কৃষি অফিস হলরুমে অনুষ্ঠিত হচ্ছে। প্রশিক্ষণে উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির ২৫ জন সদস্য এতে অংশগ্রহণ করেন।
ইউরোপীয় ইউনিয়ন ও ক্রিশ্চিয়ান এইড’র আর্থিক ও কারিগরি সহায়তায় সিলেট বিভাগের ২৯ টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েভ ফাউন্ডেশন।


Related Articles

Back to top button
Close