দেশজুড়ে

বানিয়াচং থানা পুলিশের অভিযানে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়ী গ্রেফতার

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লালঃ

বানিয়াচংয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৭ জুয়াড়ী গ্রেফতার করেছে বানিয়াচং থানা পুলিশ।

গত ১৩ মার্চ রাত ১ টা ৩৫ মমিনিটে বানিয়াচং থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেনের দিক-নির্দেশানায় অত্র থানায় কর্মরত এসআই (নিঃ) মনিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ সাদ্দাম হোসেন, এএসআই মোঃ তোহা সংগীয় ফোর্সের সহায়তায় অত্র থানাধীন জাতুকর্নপাড়া এলাকায় অভিযান পরিচালনা কালে জুয়া খেলারত অবস্থায় ৭ জুয়াড়ী গ্রেফতার করতে সক্ষম হয়।

জানা যায় আসামিগন হল জাতুকর্নপাড়া, চান্দের মহল্লার মোঃ লাল মিয়ার ছেলে জুনায়েদ মিয়া (২১), জাতুকর্নপাড়া, মাইজের মহল্লার মৃত আঃ জব্বার মিয়ার ছেলে কমির উদ্দিন (২১), তাতারী মহল্লার ছাবির উল্যার ছেলে স্বপন মিয়া (৫০), জাতুকর্নপাড়া মৃত আরফান আলীর ছেলে আঃ রব (৪৫), বানেশ্বর বিশ্বাসের পাড়ার মৃত তসকির মিয়ার ছেলে হিবলু মিয়া (৪৫), জাতুকর্নপাড়া, চান্দের মহল্লার মৃত জাফর উল্যার ছেলে সাবু মিয়া (৫২), মৃত ইউনুছ মিয়ার ছেলে সামছু মিয়া (২২)।

গ্রেফতারকালে আসামীদের হেফাজত হইতে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ অর্থ উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close