শিক্ষা সাহিত্য

মেরু করণের নতুন সূত্র-রিয়াজুল করিম

প্রিন্ট করুন

মেরু করণের নতুন সূত্র
দুই প্রান্তের বিশ্ব,
কে বাটপার জানে কৌশল
টানবে কাছে শিষ্য।

লাজ লজ্জা তোয়াক্কা করেনা
ঘাড়ে উঠতে সব!
কখনও খুঁজে জঙ্গি মুসলিম
রক্ত হাতে পোপ।

স্বার্থের কাছে নতুন আইন
করবে নিজে আগে,
সারা বিশ্বের সুবিধা খুঁজে
রাখবে নিজের বাগে।

পরের ছেলের পানির গন্ধ
পেশাবের মতো লাগে,
নিজের ছেলের পেশাব ধরে
সাজিয়ে রাখে মগে।

নিজের কথার ওজন বাড়াতে
শব্দ শোনায় লাউডে,
কি তাজ্জব বিবেক হত্যা
নিয়ম রাখে সাইডে।

ফাঁদ পাতা আছে সব রাস্তায়
শত্রু বানিয়ে ধরবে,
কে জানে আজ শেষ বিকেলে
নিজের ফাঁদেই মরবে!

কুট কৌশল তৈরী করার
গোপন সূত্র এ্যাঁকেছে,
সেই মাষ্টার নিজেই এখন
ভুল সূত্রে ফেঁসেছে।

চোষে দিয়েছো ফসলের মাঠ
ভেঙে দিয়েছো বাড়ী,
নিজের সুবিধা হারিয়ে গেলেই
নিজেই করো আঁড়ি।

সন্ত্রাসী হলে বলো মজলুম
বাড়িয়ে দাও হাত,
পরের বাড়ী দখলে নিয়ে
নিজেই কাটো খাদ।

তোমার দিনের শেষ বিকেলে
কানে কি কিছু শুনছো?
নিজের কফিনে হানছে পেরেক
কানে শব্দ শুনছো!

পৃথিবী তোমার হাতের মুঠোয়
তোমার কথায় চলবে,
সব হয়েছে ইতিহাস আজ
কৃত্তি তোমার বলবে।

তোমার বিশ্বাস ভেঙেছো নিজেই
কেউ তোমাকে মানেনা,
মোড়লী করেছো সব ঘরেতে
কেউ আজ আর শুনেনা।


Related Articles

Back to top button
Close