দেশজুড়ে

জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন

প্রিন্ট করুন

আজমল হোসেন খান, বানিয়াচং থেকে।

হবিগঞ্জের বানিয়াচং আমীরখানী জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।

১২ মার্চ শনিবার সকাল ১১ টায় জামেয়া রেদওয়ানিয়া দাখিল মাদরাসার সুপার আবু হামিদ মুমসাদ হাসানের সভাপতিত্বে এবং উক্ত মাদরাসার শিক্ষক শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদরাসার সহ- সুপার মাহবুবুর রহমান এর সঞ্চালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করে ২০২২ সেশনে দাখিল পরিক্ষার্থী আব্দুল কাহ্হার রামিম ।

উক্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ বিষয়ক কবিতা আবৃতি করে মাদরাসার শিক্ষার্থী ইয়াসীন ওয়াদী মিলাদ, তামান্না আক্তার, আয়শা আক্তার, ফাহাদ সাব্বির ও ইসহাক আহমেদ সহ অনেকে।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও আলোচনা সভায় বক্তাগণ বলেন, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক সূত্রে গাথাঁ। যদি শেখ মুজিবুর রহমান না থাকতো তবে বাংলাদেশ হতো না। শেখ হাসিনা আছে বলেই আজ এ দেশে উন্নয়ন হচ্ছে।

বক্তারা আরও বলেন, মহান স্বাধীনতার সুবর্নজয়ন্তী উদযাপন উপলক্ষে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তখনই সফল হবে, যখন সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে পারবে।

এছাড়াও উক্ত সময় উপস্থিত ছিলেন অত্র মাদরাসার সহাকারী শিক্ষক আমেনা খানম, সামসুন্নাহার, আঃ কাদির, ফুল মিয়া, সাজ্জাদ বিন লাল, আকিকুর রহমান, ফাতেহা সুলতানা, রোমেনা আক্তার, স্থানীয় সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ সহ অনেকে।

সর্বশেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ শহিদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়েছে।


Related Articles

Back to top button
Close