দেশজুড়ে

হবিগঞ্জে পুলিশের অভিযানে ৩২ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

প্রিন্ট করুন

সাজ্জাত বিন লাল,

জেলা পুলিশ হবিগঞ্জ এর বিশেষ অভিযানে ৩২ কেজি গাঁজাসহ ০৪ জন মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।

জানা যায় গত ৯ মার্চ হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলির নির্দেশনায় লাখাই থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করার সময় সকাল ১০ টা ১৫ মিনিটে লাখাই থানাধীন ১নং লাখাই ইউনিয়নের স্বজনগ্রাম, পুরাতন লাখাই থানা নৌকাঘাট হতে গ্রফেতার করা হয়।

গ্রফেতার কৃত আসামীগণ ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয় নগর থানা সেজামুড়া (কাজী বাড়ীর পূর্ব পাশের বাড়ী)বাবুল মিয়ার ছেলে মোঃ অলিউল্ল্যাহ ওরফে অন্তর (২৩)।

সেজামুড়া মধ্যপাড়া মোঃ শরিফ মিয়ার ছেলে মোঃ তানভীর (২৪), মৃত আব্দুল মোতালিব এরর ছেলে মোঃ মহরম আলী ওরফে মঞ্জিল (৩৫) এবং সুনামগঞ্জ জেলার বিশম্ভরপুর থানার ধনপুর ইউপির ০৭ নং ওয়ার্ডেরর গামাইর তলা গ্রামের মোঃ আঃ খালেক মিয়ার ছেলে মোঃ ওমর আলী (১৯)দেরকে ৩২ (বত্রিশ) কেজি গাঁজাসহ (যার আনুমানিক মূল্য-৬,৪০,০০০/-) আটক করে।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close