শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

প্রিয় বান্দা রিয়াজুল-করিম

প্রকাশিত হয়েছে -

পুরাতন একটি পছন্দের কবিতা।

আমরা ভাবি পৃথিবী আমার
অনেক বছর থাকবো,
আমার আছে খ্যাতি জৌলুশ
আগলে বুকে রাখবো।

নিজেকে করতে জাহির মানুষ
চরকার মতো ঘুরছে,
অথচ প্রতিদিন হাজার মানুষ
চোখের সামনে মরছে।

নিজের মরণ অনেক দূরে
অকারণ তার ভাবনা,
সামনে আছে এখনও সময়
কিছুটা সময় যাকনা।

গুছিয়ে নিবো নিজের মতো
মরণের ঠিক আগে,
কেউ জানেনা কখন পড়বো
আজরাইলের বাগে।

আসছে ধেয়ে কবর আমার
অবিরাম তার গতি,
আসলে মরণ পাবেনা সময়
কোনো ভাবে এক-রতি।

রাজা ধিরাজ মহা পন্ডিত
হতে পারো তুমি বীর,
সেদিন তোমার ক্ষমতা হবেনা
করতে উঁচু শির।

মানুষ আছে পৃথিবী জুড়ে
এক-এক করে আসছে,
ঠিক তেমনই প্রতিটি মানুষ
শেষ ঠিকানায় যাচ্ছে।

রক্ষা পাবেনা মরণ থেকে
কঠিন এক সত্য,
তবুও মানুষ বাঁচার আশায়
যাচ্ছে খেয়ে পথ্য।

বোকার স্বর্গে করে বসবাস
মরণকে করে ভয়,
আসলে উচিত করতে হবে
মরণেরে আগে জয়।

সুখের মরণ মরতে বলেন
জীবনের যিনি মালিক,
তাইতো তিনি শিখিয়ে দিলেন
মানতে তিনি খালিক।

পৃথিবী সবার আবাদি জীবন
করবে ভালো কাজ,
খারাপ যতো তাড়িয়ে দিবে
এই সমাজের মাঝ।

তবেই তুমি সফল সেদিন
শেষ বিচারের দিন,
মুছে যাবে সব কষ্ট তোমার
বাজলে বাঁশি বীণ।

প্রভুর আদেশ মেনেছে যারা
অল্প সময় ধরাতে,
তাদের সেদিন খুশির জোয়ার
বর্ষা কিংবা খরাতে।

মিলবে বাসর পরম সুখের
জুটবে শুধু মারহাবা,
মনের সকল ইচ্ছা সেদিন
নিজের মত সব পাবা।

সবার শেষে মালিক নিজেই
সূরা রহমান শুনাবেন,
চরম তৃপ্তি হৃদয়ে জড়িয়ে
প্রিয় বান্দা ঘুমাবেন।