শুক্রবার , ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

মিশুক শ্রমিকদের বনভোজনকে ঘিরে লক্ষীবাওরে পর্যটকদের উপচে পড়া ভিড়

প্রকাশিত হয়েছে -

নিজস্ব প্রতিনিধি :: মিশুক অর্থাৎ ব্যাটারী চালিত রিকশা শ্রমিকদের বনভোজনকে ঘিরে পর্যটকদের উপচে পড়া ভিড় জমেছে বানিয়াচংয়ের অন্যতম পর্যটন স্পট লক্ষীবাওর সোয়াম্প ফরেস্টে। গতকাল বুধবার বড়বাজার-সারংবাজার মিশুক সমিতির বনভোজনকে ঘিরে সেখানে এই ভিড় জমে।
সমিতির সভাপতি আবু হাসান চৌধুরী সেবুল চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খেলু মিয়ার পরিচালনায় প্রাণবন্ত আড্ডা, আপ্যায়ন ও জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানে কয়েকশত পর্যটকের সমাগম ঘটে। এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি’র চেয়ারম্যান মিজানুর রহমান খান। বিশেষ অতিথিবৃন্দের মধ্যে ছিলেন বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, বানিয়াচং উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, উপজেলা মিশুক মালিক সমিতির সভাপতি ফয়সল আহমেদ, প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তৌহিদুর রহমান পলাশ, বানিয়াচং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আশরাফ চৌধুরী বাবু, ইউপি মেম্বার নাসির মিয়া, ইউপি মেম্বার মোবারক মিয়া, বানিয়াচং উপজেলা ছাত্রদল নেতা দিলোয়ার হোসেন, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক সদস্য আনোয়ার মিয়া, বর্তমান কমিটির সদস্য রিপন খান, বানিয়াচং উপজেলা ছাত্রলীগ নেতা মাসুম খান, উপজেলা বাউল কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক শাহ মুজাহিদ আলম প্রমূখ।