দেশজুড়ে

যথাযোগ্য মর্যাদায় হবিগঞ্জে পালিত হয়েছে পুলিশ মেমোরিয়াল ডে-২০২২

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল,

হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্সে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় আত্মত্যাগকারী পুলিশ সদস্যদের বিনম্র শ্রদ্ধায় দিবসটি স্মরণ করে হবিগঞ্জ জেলা পুলিশ।

এ দিবস উপলক্ষে পহেলা মার্চ মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ পুলিশ লাইন্সের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালনসহ নিহত পুলিশ সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এরপর হবিগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল শেডে এক আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, মাননীয় সংসদ সদস্য, হবিগঞ্জ-৩ আসন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইনসার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ, জনাব মোঃ আল মামুন শিকদার, পুলিশ সুপার, পিবিআই, হবিগঞ্জ, মিসেস তাহেরা রহমান, সভানেত্রী, হবিগঞ্জ জেলা নারী কল্যাণ সমিতি (পুনাক), জনাব শহিদ উদ্দিন চৌধুরী, সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং, হবিগঞ্জ জেলা, জনাব রাসেল চৌধুরী, সভাপতি, হবিগঞ্জ প্রেসক্লাব, জনাব মোঃ মোদারিছ আলী টেনু, সভাপতি, পৌরসভা কমিউনিটি পুলিশিং, হবিগঞ্জ।

স্মরণসভায় হবিগঞ্জ জেলার মাননীয় পুলিশ সুপার মহোদয় বলেন, দেশের অভ্যন্তরীন আইন শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে বাংলাদেশ পুলিশ। দায়িত্ব পালন করতে গিয়ে প্রতিবছর বহু সংখ্যক পুলিশ সদস্য নিহত হন। তাদের পূণ্য স্মৃতির উদ্দেশ্যে ২০১৭ সাল থেকে প্রতিবছর মার্চ মাসের ১ তারিখ ‘পুলিশ মেমোরিয়াল ডে’ পালন করা হয়। হবিগঞ্জ জেলা পুলিশও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করে থাকে।

এসময় কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গের হাতে জেলা পুলিশ হবিগঞ্জ এর পক্ষ থেকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তোলে দেন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) জনাব পলাশ রঞ্জনে দে, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জনাব আবুল খয়ের সহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।


Related Articles

Back to top button
Close