প্রেস বিজ্ঞপ্তি

বানিয়াচং প্রেসক্লাবের বৈধ কমিটির বিরুদ্ধে অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সর্বমহলের জ্ঞাতার্থে

প্রিন্ট করুন

প্রেস সংবাদ, হবিগঞ্জের সংবাদ।

গত ১১/৬/২০২০ খ্রিস্টাব্দ তারিখে বানিয়াচংয়ের কৃতিসন্তান জাতীয় প্রেসক্লাবের সদস্য সাখাওয়াত কাওছারের আহবানে সাড়া দিয়ে আমরা বানিয়াচং প্রেসক্লাবের দুই মেয়াদের দু’টি কমিটি করেছিলাম। ১১/৬/২০২১ খ্রিস্টাব্দ তারিখে সাহেদ-খলিল এর কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে যায়। এরমধ্যে তাদের স্বেচ্ছাচারিতাসহ সংগঠনের নিয়ম-নীতি পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপের কারণে সংগঠনে টিকতে না পেরে পরবর্তী কমিটির সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সুমনসহ অনেকেই বানিয়াচং মডেল প্রেসক্লাব নামে আরেকটি সংগঠন গঠন করেন। এমন পরিস্থিতিতে সাহেদ-খলিলের কমিটির মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে আমি ব্যক্তিগত সমস্যার কারণে পরবর্তী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব তাৎক্ষণিক দায়িত্ব না নিয়ে আমার সহ-সভাপতি শেখ জোবায়ের জসিমের কাছে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করতে বলি। কিন্তু তা না করে সাহেদ-খলিল গং ক্ষমতা আঁকড়ে রাখে। সম্প্রতি জনৈক শেখ নুরুল ইসলামকে দিয়ে ফেসবুকে পোস্ট করিয়ে নিজেদেরকে পুনরায় নির্বাচিত সভাপতি ও সাধারণ দাবি করে। আমাদেরকে না জানিয়ে হবিগঞ্জ-২ আসনের মাননীয় এমপি সাহেবের কাছ থেকে ক্লাবের নামে টাকা আনে। এছাড়া পিকনিকের কথা বলে বিভিন্ন মহলের কাছে টাকা চায়। এনিয়ে আমাকেসহ ক্লাবের অনেককে লোকজন রাস্তাঘাটে পেয়ে লজ্জা দেন। এমতাবস্থায় গত ২২ ফেব্রুয়ারি বর্তমান কমিটির সভাপতি হিসেবে আমার সভাপতিত্বে ক্লাবের এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত সবাই বর্তমান কমিটির সভাপতি হিসেবে কমিটি পুনর্গঠনের দায়িত্ব দেন। সকলের সম্মূখে আমি মখলিছ মিয়াকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে ১৪ টি পদ পূরণ ও ৩ টি পদ পরবর্তীতে কোঅপ্টের জন্য খালি রেখে উপস্থাপন করলে সবাই সর্বসম্মতিক্রমে তা পাশ করেন। আমাদের নবনির্বাচিত কমিটিকে ইতিমধ্যে সর্বমহল অভিনন্দিত করে যাচ্ছেন। আমাদের কমিটিকে সর্বসাধারণ “ভেজালের সমারোহে খাটি মানের নিশ্চয়তা” আখ্যায়িত করছেন। তাই সাহেদ-খলিল নিজেদেরকে সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করে আজ সন্ধ্যায় মিটিং করে আমাদের বৈধ কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ এই ৪ জনকে তাদের সদস্য উল্লেখ করতঃ ক্লাব থেকে বহিষ্কার করেছে মর্মে ফেসবুকে যেসব পোস্ট করছে আশা করি তাতে কেউ বিভ্রান্ত হবেননা। তাদেরকে সংশোধিত হয়ে ক্লাবে থাকার সুযোগ দেয়ার জন্য ৩ টি পদ কোঅপ্টের জন্য খালি রাখা হয়েছিল। সুযোগ গ্রহণ না করে উল্টো সংগঠনের শৃঙ্খলা বিরোধী কাজ করায় সাহেদ-খলিলসহ আজকের অবৈধ সভায় অংশগ্রহণকারী সকলকে বানিয়াচং প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হলো।
ইমদাদুল হোসেন খান
সভাপতি
বানিয়াচং প্রেসক্লাব।
তারিখ ২৬/২/২০২২।


Related Articles

Back to top button
Close