৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ সমাপনী ও পুরস্কার বিতরণ

সাজ্জাদ বিন লালঃ
২৪ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) বিকেল ৩ টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণেে “স্মার্টফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি” প্রতিপাদ্য বিষয়টিকে সামনে রেখে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অুনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এডভোকেট জনাব মোঃ মাহবুব আলী, এমপি মহোদয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ।
মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের আগমন উপলক্ষ্যে প্রথমে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। পরে তিনি বেলুন উড়িয়ে সমাপনী অনুষ্ঠানের শুভ সূচনা করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।