দেশজুড়ে

বানিয়াচংয়ে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল,

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার কার্যকরি কমিটির নির্বাচন উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে পুনরায় গোলাম আকবর চৌধুরী, সাধারণ সম্পাদক পদে পুনরায় আহসান হাবীব মানিক, যুগ্ম সম্পাদক পদে মিটন চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক পদে নির্মল আচার্য এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে সঞ্জু দাস নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন- উপজেলা যুব উন্নয়ন অফিসার আবু জাফর।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, সাধারণ সম্পাদক মখলিছ মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ নির্বাচন পর্যবেক্ষণ করেন।


Related Articles

Back to top button
Close