দেশজুড়ে

শ্রীমঙ্গলে থানা পুলিশের উদ্যোগে যানজট ও অবৈধ ফুটপাত দখল উচ্ছেদ

প্রিন্ট করুন

রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা প্রশাসনের উদ্যোগে শহরের যানজট নিরসন ও অবৈধ ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
আজ মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের প্রধান দুই সড়ক স্টেশন রোড ও হবিগঞ্জ রোডের দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার এর নেতৃত্বে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুনসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শহরের গুরুত্বপূর্ণ সড়ক দুটির দু’পাশে এক শ্রেণীর ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এতে করে ফুটপাতের বিভিন্ন অংশে জনচলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। অভিযানকালে এসব অবৈধ স্থাপনা সরিয়ে ফুটপাত মুক্ত করে চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এছাড়া যত্রতত্র যানবাহন পার্কিংরোধে চালকদের সতর্ক করা হয়। যত্রতত্র পার্কিং যানবাহন দাঁড় করিয়ে যাত্রী উঠানামার ফলে শহরের বিভিন্ন পয়েন্টে তীব্র যানজটের সৃষ্টি করছিল এসব যানবাহনের চালকরা।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. শামীম অর রশীদ তালুকদার দোকানদার তাদের নিধারিত স্থানের বাহিরের দোকানের আসবাবপত্র না রাখার জন্য অনুরোধ করেন। দোকানদারদের বলেন আজ অনুরোধ করছি ভবিষ্যতে এই রকম হলে জরিমানা করবো।


Related Articles

Back to top button
Close