দেশজুড়ে

ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

প্রিন্ট করুন

ষ্টাফ রিপোর্টার,

বানিয়াচংয়ে ১৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আবজল হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সাড়ে ৮.টায় উপজেলার চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামে অভিযান চালিয়ে ওই মাদক কারবারিকে আটক করেন বানিয়াচং থানা পুলিশ।

গ্রেফতার হওয়া মাদকবারি আবজল হোসেন ১নং ইউনিয়নের দত্তপাড়া গ্রামের আলতাব হোসেন মিয়ার পুত্র।

পুলিশ সূত্রে জানা যায়,আবজল হোসেন দীর্ঘদিন যাবত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক কারবার পরিচালনা করে আসছিলো।এরই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৩ পিছ ইয়াবাসহ হাতেনাতে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ আসামীর বিরুদ্ধে মাদক মামলা রুজু করিয়া বিচারার্থে বিজ্ঞ আদালতে (হবিগঞ্জ) সোপর্দ করা হয়েছে।


Related Articles

Back to top button
Close