শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

তুমি কার হাতে বন্ধি- কবি এম আর ঠাকুর

প্রকাশিত হয়েছে -

তুমি; কার কলমের কালিতে বন্ধি?
তুমি; কার জিহবার ডগায় আটকে আছো?
কোন দেয়ালে? কোন পাষন্ডের তালায়?
কোন শিকল পেচানো তোমার শরীরে?
তুমি কেমন জালে? কেমন চালে?
অযুক্তিক পরাধীনতায়-
তুমি কি কোন দানবের কবলে?
সে কি আরও রক্ত চায়?
আর কত?? আর কত??

তোমাকে পাবার জন্য
বাংলার একষট্রি জেলা খুজেছি;
লাখো লাখো অশ্রু আর ঘাম দিয়ে –
আমরা ক্লান্ত হইনি;
রাজপথে বারবার রক্তাক্ত হয়ে-
তোমাকে ভালবাসি প্রমাণ করেছি।

তোমাকে পাবার জন্য
আখি নদী শুকায় না।
একদিকে বৃদ্ধ বাবা- মায়ের কান্না
অন্যদিকে অবুঝ শিশুর ফরিয়াদ
সব বেদনা মুছে দিতে তুমি আসবে।

তবে তুমি কোথায় আছো?
সেখানে কি মানুষ নেই?
তুমি; বন্ধি কি গ্রহ মঙ্গলে?
নাকি পাহাড়ের চূড়া জঙ্গলে?
তোমার; জেলখানা কি বুর্জ খলিফায়?
নাকি; ভূগর্ভে ভূমিকম্পের পাতায়?

কোথায় তুমি? একাত্তরের রক্তে? না।
বল কোথায়? নাকি শহীদ মিনারের মাটিতে? না। তোমাকে বলতেই হবে?
তুমি কি মুজিবের বজ্রকণ্ঠে? না।
তাহলে কি বঙ্গবন্ধুর রক্তমাখা গায়? বল; বল তুমি কোথায়?
এসবে থাকলে তো তুমি বাধ্য হয়ে আসতে।
তবে; তুমি কি মীরজাফরের হাতে।

লেখক
শিক্ষক ও সাংবাদিক
সম্পাদক
ভাটি বাংলার আলো