দেশজুড়ে

বানিয়াচংয়ে নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লালঃ

বিশ্বখ্যাত বানিয়াচংয়ে স্থানীয় সরকার নির্বাচনে নবনির্বাচিত ১৪ টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্য দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

২৬ জানুয়ারি বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ১৪ টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক ইশরাত জাহান।

অপর দিকে বিকাল ২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ১২৬ সদস্য ও ৪২জন সংরক্ষিত সদস্যকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।

শপথ বাক্য পাঠের পর নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, রাগ এবং বিরাগের উর্ধ্বে উঠে জনসেবা করতে হবে।

জনকল্যাণমূলক কাজকে অগ্রাধিকার দিয়ে সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রাম আদালতকে সচল করতে হবে। গ্রাম আদালত সচল হলে সমাজ থেকে অনেকাংশে অপরাধ প্রবণতা কমে যাবে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার প্রমুখ।

প্রসঙ্গত- গত ২৬ ডিসেম্বর ২০২১ খ্রি. উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে অপর ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন মামলা সংক্রান্ত জটিলতার কারণে নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি


Related Articles

Back to top button
Close