বানিয়াচংয়ে মেলার নামে অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধের দাবীতে প্রতিবাদ সভা

সাজ্জাদ বিন লাল, বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামে কথীত পীর মালিশার ওরস নাম দোহাই দিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে নর্তকী এনে নাচগান, অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধের প্রতিবাদে স্থানীয় আলেম সমাজ ও তৌহিদী জনতার সমন্বয়ে এক প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৫ জানুয়ারি) দুপুরে স্থানীয় মুরাদপুর মার্কুলী বাজার দারুস সুন্নাহ মাদরাসায় মাওলানা গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, এতে বক্তব্য রাখেন মাওলানা জহিরুদ্দিন,মাওলানা শেখ সোয়াব্বির আহমেদ, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা, রুহুল আমীন, মোশাররফ হোসেন, হানিফ মিয়া, মাওলানা গোলাম মোস্তফা, মাওলানা উবায়দুল হক, মাওলানা সুহাইল আবেদীন, আমান মিয়া, দুলাল মিয়া, আজমল খান, হুমায়ুন কবির, ইব্রাহিম খলীল, মারুফ বিল্লাহ ফরায়েজী প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, আগামী ২৮ ও ২৯ জানুয়ারি ওরসের নামে অশ্লীলতা ও বেহায়াপনা তৌহিদী জনতা মেনে নিবেনা। উক্ত অনুষ্ঠান বন্ধ করতে যাবতীয় প্রদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।