শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

শ্রীমঙ্গলে মামলা ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত হয়েছে -

h

রুবেল আহম্মদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নে নির্বাচনী প্রতিহিংসার জের ধরে ইভটিজিং এর অভিযোগ তুলে গ্রামের যুবকদের বিরুদ্ধে মামলা ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
আজ রোববার (২৩ জানুয়ারী) সকাল ১১ টায় উপজেলার ভুনবীর ইউনিয়নের স্থানীয় ভুনবীর চৌমহনা পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এতে আলীশারকুল গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন।
জানা গেছে, গত বুধবার গোপেন্দ্রগঞ্জ বাজারে গেলে স্কুলের এক ছাত্রীকে উত্যক্ত’র ঘটনার প্রতিবাদ করার জের ধরে কয়েক যুবক দশম শ্রেণির ছাত্র তারেক মিয়ার ওপর সন্ত্রাসী হামলা করে। এম অভিযোগ এনে তারেক মিয়ার পিতা আব্দুল মালেক গ্রামের ১৪ ছাত্র যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।
মানববন্ধন কর্মসূচীতে অন্যন্যের মধ্যে ইউসুফ মিয়া, কবির মিয়া, কালা মিয়া, নাছির মিয়া, রুবেল মিয়া, তাজু মিয়া বক্তব্য রাখেন।
এসময় তারা গ্রামের যুবক ছাত্রদের বিরুদ্ধে মিথ্যা মামলা নিন্দা জানিয়ে তা প্রত্যাহারের দাবী জানান।
এ ব্যাপারে- ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ বলেন, শ্রীমঙ্গল উপজেলার সব কয়েকটি ইউনিয়নে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর নির্বাচনী প্রতিহিংসা বলে কোন কথা নেই। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো অংশ হিসেবে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।