দেশজুড়ে

বাহুবল থানার সাবেক ওসি মাসুক আলী আইজিপি ব্যাজ পদকে মনোনীত

প্রিন্ট করুন


এম সাজিদুর রহমান ।।
পুলিশ সপ্তাহ-২০২২ ইং উপলক্ষে প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতি হিসাবে হবিগঞ্জ সদর মডেল থানায় কর্মরত বাহুবল মডেল থানার সাবেক ওসি মোঃ মাসুক আলী “আইজিপি ব্যাজ” পদকে মনোনীত হয়েছেন।
অফিসার ইনচার্জ হবিগঞ্জ সদর মডেল থানায় কর্মরত অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষা সহ চাঞ্চল্যকর কয়েকটি আলোচিত হত্যা মামলার রহস্য উদঘাটন করায় চৌকস এই পুলিশ কর্মকর্তাকে উক্ত পদে মনোনীত করা হয়। তন্মধ্যে বিদয় হত্যা, পিকআপ চালক সাগর হত্যা, স্কুল ছাত্রী জেরিন হত্যা মামলার ঘটনায় তদন্ত কর্মকর্তা হিসেবে আসামীদের গ্রেফতার, বিজ্ঞ আদালতে আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং ঘটনার রহস্য উদঘাটন করায় তাকে Police Force Exemplary Good Services Badge (আইজিপি ব্যাজ) পদকে মনোনীত করা হয়। এ পদক প্রাপ্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার সকল সহকর্মী ও শুভাকাঙ্খীরা এর অংশীদার বলে আল্লাহর প্রতি শোকরিয়া জ্ঞাপন করছেন ওসি মোঃ মাসুক আলী। সম্মান এ পদকে ভুষিত করায় পুলিশ প্রশাসনের সিনিয়র অফিসারদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন তিনি। তার এই অর্জন ভবিষ্যতে ভালো কাজ করার অনুপ্রেরণা, জনগনের প্রতি সেবা ও দায়বদ্ধতা আরও অনেক গুন বাড়িয়ে দিয়েছে বলে মনে করেন এই পুলিশ কর্মকর্তা। তার এই অর্জনে হবিগঞ্জ ছাড়াও বাহুবলের শুভাকাঙ্ক্ষীরা সুযোগ্য এই পুলিশ কর্মকর্তার ভূয়সী প্রশংসা করে সোস্যাল মিডিয়ার মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তিনি বাহুবল থানার অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালনকালে দ্রুত সময়ের মধ্যে আলোচিত কয়েকটি হত্যা মামলাসহ অনেক গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন করে প্রশংসায় ভূষিত হন।


Related Articles

Back to top button
Close