শুক্রবার , ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ || ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - বসন্তকাল || ১৯শে রমজান, ১৪৪৫ হিজরি

ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

প্রকাশিত হয়েছে -


সাজ্জাদ বিন লাল, বানিয়াচং থেকে। বছরের প্রথম দিনে সারা দেশে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে করোনা মহামারীকে মাথায় রেখে সীমিত পরিসরে ৩৭নং ধনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সামাজিক দূরত্ব নিশ্চিত করে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে তাদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

গত কাল শনিবার বিদ্যালয়ের ক্লাস রুমে বই বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন আচার্য, সহকারী শিক্ষক সৈয়দ আহমেদ নবী,শাহ আহমেদ, ধনপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বি ইউসুফ আলম তালুকদার,অভিভাবক ইজাজুল ইসলাম তালুকদার, কাহের মিয়া তালুকদারসহ অভিভাবক বৃন্দ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

বই বিতরণ কালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জন আচার্য হবিগঞ্জের সংবাদকে বলেন, সারাদেশ ন্যায় প্রতি বারের মতো আমরা বই বিতরণ করেছি।
নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাসে আত্মহারা শিক্ষার্থীরা। কেউ কেউ বই হাতে পেয়েই দৌড় দিয়েছে, আবার কেউ বা বই বুকে জড়িয়ে বাড়ির পথ ধরেছে। ছাত্র-ছাত্রীরা নেচে-গেয়ে, আনন্দ-উল্লাস করে, এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

তিনি আরও বলেন,২০১০ থেকে বছরের ১ম দিনে বিনামূল্যে শিক্ষার্থীদের মাঝে বই পৌঁছে দিয়ে শিক্ষা মন্ত্রণালয় সফলতার অনন্য রেকর্ড করেছে। সরকারিভাবে এতো বই ছাপিয়ে বাঁধাই করে প্রত্যন্ত অঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে বিতরণের ইতিহাস বিশ্বের কোথাও নেই।

উল্লেখ্য, এ বছর বিভিন্ন স্তরের ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ শিক্ষার্থীর মাঝে ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২ কপি বই পৌঁছে দেওয়ার এ আয়োজন করে সরকার।