দেশজুড়ে

হবিগঞ্জের বিরতিহীন বাসে নবজাতকের জন্ম

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লালঃ
মৌলভীবাজারে আত্মীয়ের বাড়ি থেকে হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাসে করে হবিগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন অন্তঃসত্ত্বা নুরুন্নাহার বেগম। বাসে ওঠার পর থেকেই তার প্রসব ব্যাথা শুরু হয় পরে পর্যায়ক্রমে বাড়তে থাকে। হবিগঞ্জ পৌর টার্মিনালে বাসটি পৌঁছালেই বাসের ভেতর জন্ম নেয় নুরুন্নাহার বেগমের প্রথম সন্তান।

এ ঘটনাকে কেন্দ্র করে ৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার সময় হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক শংক শুভ্র রায় বলেন,
‘ওই নারী মৌলভীবাজার থেকে হবিগঞ্জ ফিরছিলেন। হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে পৌঁছালে বাসেই তিনি এক কন্যা সন্তানের জন্ম দেন।

জানা যায় নবজাতকের বাবা হবিগঞ্জ সদরের কাশিপুর গ্রামের জাহেদুল ইসলাম, তিনি তখন বলেন, সে আমাদের প্রথম সন্তান। আমার স্ত্রী প্রথমে কিছু বুঝতে পারেনি। বাসে ওঠার পর তার ব্যথা শুরু হয়। তবে সবাই আমাদের অনেক সহযোগিতা করেছেন। বাসের যাত্রী ও হেলপারও সহযোগিতা করেছেন।

‘মা ও মেয়ে সুস্থ আছে। আমরা অনেক খুশি। অনেক লোক আমাদের সহযোগিতা করছেন। আল্লাহ যেন তাদের ভালো করেন।’

সিলেট থেকে হবিগঞ্জে আসছিলেন মহিদ নামের একব্যক্তি তিনি বলেন, ‘ওই নারীকে ধন্যবাদ জানাতে হয়। তিনি অনেক সাহসী নারী । বাসের মধ্যে প্রসব-ব্যথা উঠলেও সাহস রেখে অনেক ধৈর্য ধরেছেন।’ তবে এ বিষয়ে হবিগঞ্জ সিলেট বিরতিহীন বাসের কর্মচারীরা প্রশংসার দাবীদার তারা অনেক সাহায্য সহোযগীতা করেছেন।


Related Articles

Back to top button
Close