দেশজুড়ে

ভোট নিয়ে-সৈয়দ মিজান উদ্দিন পলাশ

প্রিন্ট করুন


“কে জিতবে কে হারবে
এমন হিসেব না করি
ভোট হউক উৎসবের
সেই দোয়াই করি!!

বিবেকের কাছে জিজ্ঞাসিবো
কে যোগ্য শুনি?
আমার ভোট আমিই দিবো
যাকেই যোগ্য বলে জানি!!

আমার প্রার্থী জিততেই হবে
এমন শপথ না করি
হার-জিত যাহাই হউক
আনন্দ চিত্তে বাড়ি ফিরি!!

ভোট হউক উৎসবের
এমন দোয়াই করি”


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close