বানিয়াচংয়ের সোহান মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত

সাজ্জাদ বিন লাল, ঢাকা সিলেট মহা সড়কে মোটর সাইকেল দুর্ঘটনায় বানিয়াচংয়ের সোহান (২২) নিহত হয়েছে।
গত কাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন। দূর্ঘটনার সময় মোটর সাইকেলের অপর আরোহী আকাশ মিয়া(২০) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলা সদরের শরীফখানী গ্রামের আবুল কালাম মিয়ার পুত্র সোহান ও তার বন্ধু পার্শ্ববর্তী গরীবহোসেন মহল্লার আকাশ মিয়া মোটর সাইকেল যোগে সিলেট গিয়েছিলেন। সিলেট থেকে ফেরার পথে ২২ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় সিলেটের নাজির বাজার নামক স্থানে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনায় গুরুতরভাবে আহত হন।
পরবর্তীতে তাদেরকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সোহানকে আইসিই‘তে রেখে চিকিৎসা দেওয়া হয়।আজ (২৩ ডিসেম্বর) বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
উল্লেখ্য যে গত ১৫ ডিসেম্বর মোটর সাইকেল দূর্ঘটনায় বানিয়াচংয়ের সিয়াম ও ফাহিম নামের দুই বন্ধুসহ আরো ৩ যুবক নিহত হয়েছিলেন।