দেশজুড়ে

বানিয়াচংয়ের দৌলতপুরে প্রচারণায় এগিয়ে আনারস-শঙ্কায় নৌকা

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লাল /মোবাশ্বির আহমদ, বানিয়াচং থেকে। বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় এগিয়ে আনারস মার্কার স্বতন্ত্র প্রার্থী শেখ ওমর ফারুক।আসন হারানোর শঙ্কায় নৌকা।

ভিন্ন কৌশলে প্রচারণার মাঠে তৎপর রয়েছে আওয়ামী লীগের অন্যতম বিদ্রোহী প্রার্থী মোটর সাইকেল মার্কার বাবু মঞ্জু কুমার দাস।

জানা যায়,২৬ ডিসেম্বর উপজেলার ১৪ টি ইউনিয়নে একযোগে অনুষ্টিত হবে ভোট গ্রহণ।এরই মধ্যে বিভিন্ন ইউনিয়নের ন্যায় দৌলতপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে মাইকিং,পথসভা,উঠান বৈঠক,গণসংযোগসহ বাড়ি বাড়ি চলছে প্রার্থীদের ভোট প্রার্থনা।
তবে নৌকার মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান লুৎফুর রহমানের দূর্বল প্রচারণা জানান দিচ্ছে অন্য কিছু।অপরদিকে আওয়ামীলীগের অপর বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমানের ঘোড়া মার্কার প্রচারণাও চলছে ঝিমিয়ে ঝিমিয়ে।

তথ্যসূত্র অনুযায়ী,ওই ইউনিয়নে মুসলমান নারী পুরুষের ভোট রয়েছে ১০ হাজার,এবং হিন্দু ধর্মাবলম্বীসহ মোট ভোটসংখ্যা ২১৮৩৩ জন।

স্থানীয়রা জানান,ভোটের প্রচারণায় এগিয়ে রয়েছে শেখ ওমর ফারুকের আনারস মার্কা।তবে বাবু মঞ্জু কুমারের মোটর সাইকেল মার্কা এবং আনারসের হাড্ডাহাড্ডি ভোটের লড়াই হবে বলেও জানান ইউনিয়নবাসী।


Related Articles

Back to top button
Close