শিক্ষা সাহিত্য
প্রিন্ট করুন
আইক্ষা ওয়ালা বাঁশ-কাউসার সমীর

……………………..
বাঁশ কখনো অদৃশ্য বস্তু,
কেমন তাহার আঁশ ?
যাহার লাগে তিনিই বুঝেন,
কেমন করে ঠাঁস ঠাঁস ?
অদৃশ্য এক ব্যাথা হয় তাতে,
কাউকে বলা নাহি যায় ।
বাঁশের জ্বালায় কেউ কেউ,
বাজারে বাজারে ঘুরায় ।
বিছানায় গিয়েও বেচারার,
ঘুম নাহি আসে ।
নয়ন জোড়া লাগাতে গেলেই,
সেই বাঁশটি চোঁখে ভাসে।
বাঁশ যদি খায় কেউ,
পারলে মালিশ দিও তারে ।
ব্যাথায় কাতর হইয়া কেউ,
নিওনা বাঁশ আপনার গাড়ে ।
মাথায় করে ঘুরে মনা,
নিয়ে আইক্ষা ওয়ালা বাঁশ ।
আপন দোষে করিওনা ক্ষতি,
হয়না যেন নিজের সর্বনাশ ।
—কাউসার সমীর—
নিউইয়র্ক,আমেরিকা ।
[ RE-POST ]