দেশজুড়ে

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের তফসিল শনিবার

প্রিন্ট করুন

হবিগঞ্জের সংবাদ অনলাইন ডেস্ক,

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল আগামী শনিবার (১৮ ডিসেম্বর) ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের (ইসি) নোটিশ থেকে এ তথ্য জানা গেছে।

নোটিশে থেকে জানা গেছে, শনিবার সকাল সাড়ে ১১টায় কমিশনের ৯২তম সভা অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা শেষে ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করা হবে।

কমিশন সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের অন্যান্য নির্বাচন ও উপনির্বাচন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য জাতীয় পরিচয়পত্রের নমুনা, নির্বাচন পরিচালনা বিধিমালা, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮-এর সংশোধনী এবং অন্যান্য।

ইতোমধ্যে পাঁচ ধাপের ইউপি ভোটের তফসিল দিয়েছে ইসি। এবার শেষ ধাপে জটিলতা নেই এমন বাকি সব ইউপির ভোট সম্পন্ন করতে চায় কমিশন।

উল্লেখ্য, দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে ইতোমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭টি ইউপিতে ভোট নেবে ইসি।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close