বুধবার , ১৭ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ || ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

চুনারুঘাটের কনা ফকিরের ইন্তেকাল

প্রকাশিত হয়েছে -

হবিগঞ্জের সংবাদ অনলাইন ডেস্ক।

চুনারুঘাট উপজেলার কালামন্ডল গ্রামের কনা ফকিরের ইন্তেকাল হয়েছে। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
(১৬ ডিসেম্বর) বৃহস্পতিবার ভোর ৪টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে সপ্তাহ দিন তিনি হাই প্রেসার জনিত অসুস্থতায় ভুগছিলেন।

কনা ফকির প্রথমে কাঠমিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করতেন। পরে তিনি পীরের আদেশ মতে বাড়িতে আসন তৈরি করে পীর,-মুরিদী ও ঝাড়-ফুক কবিরাজি শুরু করেন।
এতে তার বেশ ভক্ত মুরিদান তৈরি হয়।
প্রায় দেড় যুগ ধরে তিনি এ কাজ করে আসছিলেন।
আজ ভোরে তার মৃত্যু হলে মরহুমের আত্মীয়-স্বজন ও ভক্তরা জানান, মৃত্যুর আগে তিনি ওছিয়ত করে গেছেন মৃত্যুর পর গোসল দিয়ে আড়াই দিন তাকে তার আসন ঘরে রেখে দিতে।
আড়াই দিন পর জানাজা দিয়ে তাকে পূর্ব নির্ধারিত স্থান (নিজ বাড়িতেই) দাফন করা হবে।
তিনি ৪ কন্যা সন্তান ও ১ স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেগেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫০ বছর