দেশজুড়ে
প্রিন্ট করুন
বাহুবলে বিদ্যুৎপৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবলে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মোঃ আব্দুল কদ্দুস (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১টার দিকে উপজেলার বিহারীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল কদ্দুস ওই গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।
এসময় তিনি নিজ বাড়িতে মোবাইল ফোন চার্জ দিয়ে খোলার সময় তিনি ত্বরিতাহত হন। তাৎক্ষণিক তাকে পরিবারের লোকজন উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ আব্দুল আউয়াল বিষয়টি নিশ্চিত করেন।