শায়েস্তাগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বানিয়াচংয়ের দুই যুবক নিহত
সাজ্জাদ বিন লাল, বিশেষ প্রতিনিধি বানিয়াচং।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে বানিয়াচংয়ের দুই যুবক নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। ঘটনাটি ঘটেছে বুধবার ১৫ ডিসেম্বর রাতে সাড়ে ৮ টার দিকে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের পুরান বাজার রেল ক্রসিং এলাকায় দুর্ঘটনা টি ঘটেছে।
নিহতরা হলেন বানিয়াচং উপজেলা সদরের নন্দীপাড়া গ্রামের আহাদ মিয়ার ছেলে সিয়াম মিয়া (৩০) একই উপজেলার দাশপাড়ার গ্রামের মইন উদ্দিন মিয়ার ছেলে ফাহিম মিয়া (২৮)।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, দুটি মোটর সাইকেল করে ৬ জন যুবক বানিয়াচং থেকে শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজে যাচ্ছিল। প্রতিমধ্যে শায়েস্তাগঞ্জের পুরান বাজার রেল ক্রসিংয়ের কাছে পৌঁছলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে কাঁঠাল গাছের সাথে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলে থাকা তিন যুবক গুরুতর আহত হয়। সঙ্গে থাকা বাকি তিন জন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষনা করেন।
এছাড়া আহত একজনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং লাশ দুটি হাসপাতালে রাখা হয়েছে।
নিহত সিয়াম মিয়ার বন্ধু খালেক মিয়া জানান, আগামি সপ্তাহে সিয়াম লন্ডন যাবার কথা ছিল। এব্যাপারে সকল কাগজপত্র ঠিক করা হয়েছে।