দেশজুড়ে

বানিয়াচংয়ে বিদ্রোহী প্রার্থী হওয়ায় আ.লীগের ১৬ নেতাকে সাময়িক বহিষ্কার

প্রিন্ট করুন

মোঃ নজরুল ইসলাম তালুকদার ,বানিয়াচং থেকে। সারাদেশ ন্যায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হওয়ায় বানিয়াচং উপজেলায় ১৬ জনকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের চিঠিতে তাঁদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ১৬ জনকে সাময়িকভাবে বহিষ্কারের তথ্য জানিয়েছে জেলা আওয়ামী লীগ। স্থায়ীভাবে বহিস্কারের জন্য মঙ্গলবার সন্ধ্যায় তাদের নাম পাঠানো হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর।
বহিস্কৃত প্রার্থীরা হলেন, বানিয়াচং উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নে আজিজুর রহমান, ৬নং কাগাপাশা এরশাদ আলী, ৭নং বড়ইউড়ি ইয়াওর মিয়া, ৮নং খাগাউড়ায় আব্দুল লতিফ দুলাল, ১০ নং সুবিদপুরে কাউছার চৌধুরী, ১১ নং মক্রমপুরে ইয়াহিয়া চৌধুরী ও তাহির মিয়া, ১২ নং সুজাতপুরে এনাম খান চৌধুরী ফরিদ,সাদিকুর রহমান, মাজার কামরান, আহমেদ ফরিদ, রবিন চৌধুরী মলু,  হেলাল মিয়া,  ১৩নং মন্দরীতে আব্দুল হেকিম ফুল মিয়া, ১৪নং মুরাদপুরে রফিকুল ইসলাম পাশা এবং ১৫নং পৈলারকান্দি ইউনিয়নে জয়নাল আবেদীন তালুকদার ও মোঃ শাহজাহান মিয়া।


Related Articles

Back to top button
Close