দেশজুড়ে

বানিয়াচংয়ে পুলিশের অভিযানে বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

প্রিন্ট করুন

সাজ্জাদ বিন লালঃ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সু্ষ্ঠু ও শান্তিপূর্ণ করতে দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান চালিয়েছে বানিয়াচং থানা পুলিশ।

এরই ধারাবাহিকতায় গতকাল ১৩ ডিসেম্বর সোমবার সকাল ১১টায় ১৫নং পৈলারকান্দি ইউনিয়ন থেকে দীর্ঘ ৫ ঘন্টা সাঁড়াশি অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে টেটা, ফিকল, রাম দা, ঢাল, ছুরফি ও লাঠি উত্যাদি।

দেশীয় অস্ত্র উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছেন বিথঙ্গল পুলিশ ফাঁড়িতে কর্মরত এস আই হুমায়ূন কবির ও এএসআই টিপু মিত্র।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদকে নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পুলিশ সুপার স্যারের নির্দেশে এসব দেশীয় অস্ত্র উদ্ধার অভিযান চলছে।

উপজেলার জনসাধারণের নিরাপত্তা সন্নিবেশিত রাখতে সকল শ্রেণিপেশার ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করি।


এই বিভাগের সর্বশেষ

Back to top button
Close