দেশজুড়ে

আগাছা দমনের এখনই সময়

প্রিন্ট করুন

জনগণের প্রতিনিধি বাচাই করার এখন উপযুক্ত সময়। পাঁচ বছর পর আসে নির্বাচন। এই সময় যদি আমরা নিজের পবিত্র আমানত ভোট প্রয়োগে ভুল করি তবে তার মাসুল আমাদেরকেই দিতে হয়। আমরা ভোট প্রদানের ক্ষেত্রে নিজের বিবেককে জাগ্রত করে সমাজের জন্য যোগ্য ও উপযুক্ত ব্যক্তিকে নির্বাচিত করতে চেষ্টা করব। করো প্রলোভনে, কারো আপ্যায়নে, টাকার লালসায় পড়ে কাউকে ভোট দিবেন না। কোন দুর্নীতি বাজ, ভুমি দস্যু, দাঙ্গাবাম , অন্যায় কারী, সমাজে বিশৃঙ্খলা কারীকে কখনোই ভোট দিবেন না। সে আপনার যত আপনই হউক না কেন। তাকে বয়কট করবেন অবশ্যই। কোন দুর্নীতি বাজকে ভোট দেয়া, মানে আপনি দুর্নীতি বাজকে প্রশ্রয় দেওয়া। বিপদে, আপনার প্রয়োজনে যার সেবা সহজে পাবেন অথবা যে সমাজের আমানত যথাযত পালন করতে পারবে তাকে ভোট দিন। চাচার কথায়,দাদার কথায়, সর্দারের কথায়, নেতার কথায়, ভোট না দিয়ে নিজের পছন্দের ব্যক্তিকে ভোট দিন। আপনার ভোট আপনি দিবেন। যাকে খুশি থাকে দিবেন। অবশ্যই ভাল ব্যক্তিকে দিবেন। মতামত একান্তই আপনার ব্যক্তিগত চয়েস। সবার সুস্থতা কামনা করে বিদায় নিলাম।

প্রভাষক এনামুল হক এনাম।

তা -০৯/১২/২০২১


Related Articles

Back to top button
Close