দেশজুড়ে
প্রিন্ট করুন
পরিচ্ছন্ন রাজনীতিবিদ নেতা ডা: জীবন ভাইর জন্মদিনে কিছু কথা- কাউসার সমীর

সকল মানুষই যেমন নেতা হয়না, তেমনি সকল নেতাকেই সুমানুষ বলা যায়না। আমার দেখা মতে তিনি একজন সুমানুষ এবং একজনন নেতা । উত্তম দুটি গুনাবলিই উনার মাঝে বিরাজমান।
দীর্ঘ প্রায় তিন তিনটি যুগ ধরে,যে লোকটি ফী বিহীন প্রেসক্রিপশন সহ সাধারণ মানুষকে টাকা পয়সা ব্যতীত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। ইউরোপ-আমেরিকা থেকে ডা: জীবন ভাইর আগমন হলে হয়তো,মধুপুরবাসীর পাশে দাড়ানো আমেরিকান দম্পত্তির মতো তিনিও হানিফ সংকেত বা এমন কারো নজড়ে আসতেন।
রাজনৈতিক ভাবে ক্ষমতার বাহিরে থাকলেও, ভাটিবাংলার অগণিত নিরিহ মানুষের মনের ভিতরে তিনি রয়েছেন এবং থাকবেন অনন্ত কাল,সেই প্রত্যাশা করি। শুভ জন্মদিনে ডা: জীবন ভাইর জন্য অফুরান শুভ কামনা রইলো।
কাউসার সমীর, নিউইয়র্ক।