দেশজুড়ে

হবিগঞ্জে ৩০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

প্রিন্ট করুন

এমএ হাকিম, হবিগঞ্জ প্রতিনিধি। হবিগঞ্জে ২ উপজেলায় ২১ ইউনিয়নে কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ না পেলে প্রার্থীদের জানামত বাজেয়াপ্ত হয়। এরি ধারাবাহিকতায় গতকাল রবিবার ৩য় ধাপে ইউপি নির্বাচনে  হবিগঞ্জ  সদর উপজেলা ও নবীগঞ্জ উপজেলার ৩০ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলায় যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন, লোকড়া ইউনিয়নে কয়সর আহমেদ টেলিফোন প্রাপ্ত ভোট (১১৭৭), মীর জালাল টেবিল ফ্যান প্রাপ্ত ভোট (১১৬১), আজমান আলী মটর সাইকেল, রিচি ইউপির জাতীয় পার্টি মনোনীত কাজল আহমেদ লাঙ্গল প্রাপ্ত ভোট (১২৮৬), তেঘরিয়া ইউপির নজরুল ইসলাম আনারস প্রাপ্ত ভোট (১০৩২), আবুল কাশেম চশমা প্রাপ্ত ভোট (৯০০), গোপায়া ইউপির চৌধুরী মিছবাহুল বারী চশমা প্রাপ্ত ভোট (১৮২৯), জহিরুল ইসলাম সেলিম মোটর সাইকেল প্রাপ্ত ভোট (৬৯৩)। 

নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউপিতে যাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে তারা হলেন, পূর্ব বড় ভাকৈর ইউপিতে দিদার আহমেদ মোটর সাইকেল প্রাপ্ত ভোট (৪১০), ইনাতগঞ্জ ইউপির জাতীয় পার্টি মনোনীত শাহিন আহমেদ লাঙ্গল প্রাপ্ত ভোট (১৯৭), মোস্তফা কামাল আনারস প্রাপ্ত ভোট (৭৫৭), আওয়ামী লীগ মনোনীত আছাবুর রহমান নৌকা প্রাপ্ত ভোট (১৫৮২), দীঘলবাক ইউপির জাতীয় পার্টি মনোনীত হান্নান চৌধুরী চান মিয়া লাঙ্গল পান (৩২৫), এলাউর মিয়া চশমা প্রাপ্ত ভোট (৫২০),আউশকান্দি ইউপিতে আব্দুল হামিদ নিক্সন ঘোড়া প্রাপ্ত ভোট (১১৩৯),কুর্শি ইউপির শেখ আব্দুল গফুর রজনীগন্ধা প্রাপ্ত ভোট (১১০), আবু তালিম মোটর সাইকেল প্রাপ্ত ভোট (৩২১), শামছুল হুদা চৌধুরী ঘোড়া প্রাপ্ত ভোট (৬২১), করগাঁও ইউপির জাতীয় পার্টি মনোনীত সাইফুল ইসলাম লাঙ্গল প্রাপ্ত ভোট (১০২), ইসাক মিয়া মোটর সাইকেল প্রাপ্ত ভোট(১২৮), আওয়ামী লীগ মনোনীত বজলুর রহমান নৌকা প্রাপ্ত ভোট (১৬৫৬), নবীগঞ্জ সদর ইউপির খাঁজা শফী ওসমানী চশমা প্রাপ্ত ভোট (৭০), আতাউর রহমান চৌধুরী ঘোড়া প্রাপ্ত ভোট (৯৩), ইসলামী আন্দোলন মনোনীত কাজী রোহামা-উর-রশিদ চৌধুরী হাতপাখা তার প্রাপ্ত ভোট (২৫৯), জাতীয় পার্টি মনোনীত মুফতি মিয়া লাঙ্গল প্রাপ্ত ভোট (৬৮৮),দেবপাড়া ইউনিয়নে কুহিনুর মিয়া আনারস প্রাপ্ত ভোট (৩৮৪), ফখরুল ইসলাম মোটর সাইকেল প্রাপ্ত ভোট (৬০৪), গজনাইপুর ইউপির হাফিজ আইয়ূব আলী অটোরিক্সা প্রাপ্ত ভোট (৬৭), আবুল খায়ের কায়েদ ঘোড়া প্রাপ্ত ভোট (৪৫৩),কালিয়ারভাঙ্গা ইউপির জাতীয় পার্টি মনোনীত হাফিজুর রহমান চৌধুরী লাঙ্গল প্রাপ্ত ভোট (১৩৬)।


Related Articles

Back to top button
Close